অনুষ্ঠিত হলো ফুলকুঁড়ি আসর জামালপুর জেলা শাখার সুবর্ণজয়ন্তী উৎসব

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফুলকুঁড়ি আসর জামালপুর জেলা শাখা কর্তৃক সুবর্ণজয়ন্তী উৎসব ও শিশু সমাবেশের আয়োজন করা হয়। অগ্রপথিক মির্জা সিফাত আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা,পুলিশ সুপার, জামালপুর। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম, কাউন্সিলর বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ,প্রধান পরিচালক, ফুলকুঁড়ি আসর। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব প্রফেসর মোঃ মোজাম্মেল হক, সভাপতি, ফুলকুঁড়ি আসর, জামালপুর। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং পরবর্তীতে ফুলকুঁড়ি আসর জামালপুর জেলা শাখার পরিচালক মোঃ লুৎফর রহমানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। পরবর্তীতে সম্মানিত প্রধান অতিথি এবং আলোচকরা তাদের বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয় এবং সর্বশেষে মঞ্চ নাটক "ফিরে আসা" মঞ্চায়নের মাধ্যমে অর্ধ দিনব্যাপী চলা এ আয়োজনের পরিসমাপ্তি ঘটে।


Post a Comment

Previous Post Next Post