ফুলকুঁড়ি আসর রংপুর মহানগরীর আয়োজনে 'বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি’ ২৪ অনুষ্ঠিত

"গাছ লাগিয়ে বেশি বেশি,
পরিবেশটাকে সুস্থ রাখি।"

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর রংপুর মহানগরীর আয়োজনে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে 'বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি’২৪ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কে এম জালাল উদ্দিন আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের সহকারি প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম। আর উপস্থিত ছিলেন রংপুর মহানগরীর উপদেষ্টা সদস্য ইঞ্জিনিয়ার এ. আর.আরিফ,প্রাক্তন কেন্দ্রীয় বিজ্ঞানচক্র পরিচালক শরিফুল ইসলাম শরীফ, রংপুর মহানগরীর প্রাক্তন পরিচালক জাহাঙ্গীর আলম ও কেন্দ্রীয় ফাউন্ডেশন পরিচালক আজিম উদ্দিন সহ অন্যান্য সংগঠকবৃন্দ।

এ কর্মসূচির মাধ্যমে স্কুলের শিক্ষার্থীরা প্রথমে নিজেদের হাতে একটি করে গাছ রোপণ করেন এবং পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি শিক্ষার্থীকে কমপক্ষে একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়, যাতে তারা তাদের বৃক্ষের সঠিক পরিচর্যা করতে পারেন এবং নিজেদের হাতে গাছের বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারেন। ফুলকুঁড়ি আসর রংপুর মহানগরীর এই উদ্যোগ, প্রকৃতি সুরক্ষার একটি অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। এর মাধ্যমে সমাজের অন্যান্যরাও পরিবেশ রক্ষায় সচেতন হবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।



Post a Comment

Previous Post Next Post