ওয়ানপ্লাস নর্ড ৪: বাজারের নতুন ফ্লাগশিপ

বর্তমান সময়ের বহুল জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওয়ান প্লাস। সাম্প্রতিক সময়ে ওয়ানপ্লাস বাজারে নিয়ে এসেছে তাদের নতুন ওয়ানপ্লাস নর্ড ৪ মডেলের স্মার্ট ফোনটি। ইতোমধ্যেই স্মার্টফোনটি ব্যবহারকারীদের মাঝে বহুল জনপ্রিয়তা অর্জন করেছে।

ডিজাইন ও ডিসপ্লে

ওয়ানপ্লাস নর্ড ৪ মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে ৬.৫৫ ইঞ্চির একটি ফ্লুইড অ্যামলেড ডিসপ্লে। এর পাশাপাশি ২৪০০×১০৮০ পিক্সেল এবং ৯০ হার্টজ রিফ্রেসরেটের একটি মসৃণ ভিজুয়াল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে নতুন এই স্মার্ট ফোনটিতে। এছাড়াও এর চমৎকার ডিজাইন এবং প্রিমিয়াম ফিনিশিং দেখে যেকেউ মুগ্ধ হতে পারেন এই স্মার্টফোনটির প্রতি।

চিপসেট ও স্টোরেজ 

ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ জি মডেলের একটি অত্যাধুনিক প্রসেসর। ফোনটিতে স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে ৮ জিবি বা ১২জিবির র‍্যাম এবং এর পাশাপাশি রয়েছে ১২৮ জিবি অথবা ২৫৬ জিবির স্টোরেজ। মূলত এই দুইটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি। অত্যাধুনিক প্রসেসর এবং অধিক স্টোরেজ থাকার দরুন ফোনটি মাল্টি টাস্কিং এবং গেমিংয়ের ক্ষেত্রে বেশ ভালো পারফরম্যান্স দেখাতে সক্ষম। আর তাই গেমারদের মাঝেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এটি।

ক্যামেরা

ওয়ান প্লাস ব্র্যান্ডের ফোনগুলো বরাবরের মতোই ফটোগ্রাফিপ্রেমীদের মাঝে বেশ জনপ্রিয়। তারই ধারাবাহিকতায় নতুন ওয়ানপ্লাস নর্ড ৪ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। এর পাশাপাশি আরও ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা। সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ৪কে ৬০ এফপিএস এবং সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ১০৮০ পি ৩০ এসপিএস রেজুলেশনে ভিডিও করা সম্ভব হবে।




ব্যাটারি

ওয়ানপ্লাস নর্ড ৪ স্মার্টফোনটিতে একটি ৫৫,০০ মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা স্মার্টফোনটিতে সুদীর্ঘ্য ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এর পাশাপাশি ফোনটিতে আরও যুক্ত করা হয়েছে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। যার ফলে মাত্র ৩০ মিনিটের মধ্যেই ফোনটি কমপক্ষে ৭০% পর্যন্ত চার্জ করা সম্ভব হবে। এর পাশাপাশি ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড ১৪ (অক্সিজেন ওএস ১৪.১)। যার ফলে গ্রাহকরা একটি মসৃণ এবং নির্ঝঞ্ঝাট ব্যবহার অভিজ্ঞতা পাবেন এই নতুন ওয়ানপ্লাস নর্ড ৪ মডেলের স্মার্টফোনটিতে। 

এর পাশাপাশি আরও কিছু অত্যাধুনিক ফিচার ব্যবহার করা হয়েছে ফোনটিতে। আর তাই বর্তমান সময়ে ওয়ানপ্লাস নর্ড ৪ মডেলের স্মার্টফোনটি তরুণদের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড ৪ মডেলের স্মার্টফোনটি। প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী পারফরমেন্সের পাশাপাশি দুর্দান্ত ক্যামেরা ও ফাস্ট চার্জিং এর সুবিধা রয়েছে ওয়ানপ্লাস নর্ড ৪ স্মার্টফোনটিতে।


তাই সবমিলিয়ে, বর্তমান সময়ের একটি চমৎকার স্মার্টফোন হয়ে উঠতে পারে ওয়ানপ্লাস নর্ড ৪ মডেলের স্মার্টফোনটি। যারা একটি উন্নত পারফরমেন্স এবং দুর্দান্ত ক্যামেরা সমৃদ্ধ ফোন খুঁজছেন তাদের জন্য নিঃসন্দেহেই ওয়ানপ্লাস নর্ড ৪ হতে পারে একটি আদর্শ পছন্দ। 

Post a Comment

Previous Post Next Post