ওয়ানপ্লাস প্যাড ২: সেরা অ্যান্ড্রয়েড ট্যাবলেট

সাম্প্রতিক সময়ে ট্যাবলেট মার্কেটে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাসের নতুন ওয়ানপ্লাস প্যাড ২ মডেলের ট্যাবলেটটি। ট্যাবলেটটি লঞ্চ হওয়ার পূর্বেই এর বিভিন্ন স্পেসিফিকেশন এবং ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে শুরু থেকেই ট্যাবলেটপ্রেমীদের মাঝে বেশ উত্তেজনার সৃষ্টি করে ওয়ানপ্লাস প্যাড ২ ট্যাবলেটটি। সাম্প্রতিক সময়ে ওয়ানপ্লাস প্যাড ২ ট্যাবলেটটি লঞ্চ হওয়ার পর এটির দুর্দান্ত ডিজাইন এবং স্পেসিফিকেশন নিয়ে বেশ অনেকটাই আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে ট্যাবলেট প্রেমীদের মাঝে।

ডিজাইন

ওয়ানপ্লাসের পূর্বে লঞ্চ করা ট্যাবলেটগুলো বেশ অনেকটাই সাদামাটা ডিজাইনের ছিল। আর এই সিম্পল বা সাদামাটা ডিজাইনের জন্যই ট্যাবলেট প্রেমীদের মাঝে ওয়ানপ্লাসের ট্যাবলেটগুলো বেশ জনপ্রিয়। আর এরই ধারাবাহিকতায় চমৎকার ডিজাইনের ওয়ানপ্লাস প্যাড ২ ট্যাবলেটটি নিয়ে হাজির হয়েছে ওয়ানপ্লাস। ট্যাবলেটটির ব্যাকপ্যানেল এবং ফ্রেম তৈরিতে অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়েছে। 

যার ফলে ট্যাবলেটটিকে হাতে বেশ একটা মেটালিক ফিল পাওয়া যায়। এর পাশাপাশি ট্যাবলেটটির ব্যাকপার্টের উপরের দিকে, ঠিক মাঝামাঝি অবস্থানে রয়েছে একটি ক্যামেরা এবং ঠিক তার নিচেই রয়েছে ওয়ানপ্লাসের লোগো। ট্যাবলেটটিতে আরও রয়েছে স্টাইলাস সাপোর্ট। আর তাই সবমিলিয়েই, একটি চমৎকার ডিজাইন নিয়ে বাজারে হাজির হয়েছে ওয়ানপ্লাস প্যাড ২ ট্যাবলেটটি।

আরও পড়ুন : নাথিংফোন ২এ প্লাস: বাজেটের মধ্যে ফ্লাগশিপ ফোন

স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস প্যাড ২ ট্যাবলেটটিতে চমৎকার কিছু স্পেসিফিকেশন যুক্ত করা হয়েছে। ট্যাবলেটটিতে ১২.১ ইঞ্চির একটি আইপিএস এলসিডি স্ক্রিন ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ২১২০ × ৩০০০ পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ট্যাবলেটটিতে। প্রসেসর হিসেবে ট্যাবলেটটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ মডেলের প্রসেসরটিকে। এ পাশাপাশি ৮জিবি + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২জিবি + ২৫৬ জিবি স্টোরেজের দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস প্যাড ২ ট্যাবলেটটি । 



ওয়ানপ্লাস প্যাড ২ ট্যাবলেটটিতে অপারেটিং সিস্টেম হিসেবে এন্ড্রয়েডের সর্বশেষ সংস্করণের এন্ড্রয়েড ১৪ (অক্সিজেনওএস ১৪.১) ভার্সনটিকে ব্যবহার করা হয়েছে। ট্যাবলেটটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে ১৩ মেগাপিক্সেলের একটি ২.২ অ্যাপাচার সমৃদ্ধ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অপরদিকে ফ্রন্ট ফেইসিং ক্যামেরা হিসেবে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। প্রাইমারি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ২১৬০ পিক্সেল রেজুলেশনে এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ১০৮০ পিক্সেল রেজুলেশনে ভিডিও করা সম্ভব হবে। সুদীর্ঘ বেটারি ব্যাকআপের জন্য ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৯৫১০ মিলিআম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে ট্যাবলেটটিতে। এর পাশাপাশি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি পরিচালিত কিছু নতুন ফিচারও যুক্ত করা হয়েছে এই ট্যাবলেটটিতে।

ওয়ানপ্লাস প্যাড ২ এর মূল্য

ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে ওয়ানপ্লাস লঞ্চ করেছে তাদের নতুন এই ট্যাবলেটটিকে। বর্তমানে ভারতের বাজারে ট্যাবলেটটির (৮জিবি + ১২৮ জিবি স্টোরেজ) ভেরিয়েন্ট অর্থাৎ বেস ভেরিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯,৯৯৯ রুপি এবং (১২জিবি + ২৫৬ জিবি স্টোরেজ) ভেরিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২,৯৯৯ রুপি। তবে ভবিষ্যতে এই মূল্য পরিবর্তনও হতে পারে। 

বাংলাদেশের বাজারে এখনো ওয়ানপ্লাস প্যাড ২ মডেলের ট্যাবলেটটি লঞ্চ হয়নি। তবে খুব শীগ্রই বাংলাদেশের বাজারে ট্যাবলেটটিকে লঞ্চ হবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের বাজারে লঞ্চ করা হলে ট্যাবলেটটির (৮জিবি + ১২৮ জিবি স্টোরেজ) ভেরিয়েন্ট অর্থাৎ বেস ভেরিয়েন্টের আনুমানিক মূল্য নির্ধারণ করা হতে পারে ৫৬,০০০ টাকা এবং (১২জিবি + ২৫৬ জিবি স্টোরেজ) ভেরিয়েন্টের আনুমানিক মূল্য নির্ধারণ করা হতে পারে ৬০,০০০ টাকা।

আরও পড়ুন : এআই ফিচারযুক্ত ল্যাপটপ নিয়ে এসেছে এইচপি

সর্বোপরি বাজারের অন্যান্য ট্যাবলেটের তুলনায় দুর্দান্ত ডিজাইন এবং চমৎকার স্পেসিফিকেশনের কারণে অ্যান্ড্রয়েড ট্যাবলেটগুলোর মাঝে ওয়ানপ্লাসের এই নতুন ওয়ানপ্লাস প্যাড ২ মডেলের ট্যাবলেটটি বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। 

Post a Comment

Previous Post Next Post