ইউনিট্রি G1 হিউম্যানয়েড রোবট | ভবিষ্যতের কর্মী বাহিনী

বর্তমান আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি যুগে রোবটিক্স একটি বিশেষ আসনে তার জায়গা করে নিয়েছে। বিশেষ করে এআই এর ব্যাপক অগ্রগতির পর বিপুলহারে এ আই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সয়ের ব্যবহার শুরু হয়েছে রোবটিক্সে।


ইউনিট্রি G1

বর্তমান সময়ে এআই দ্বারা চালিত রোবট বা হিউম্যানয়েড রোবট গুলোর মাঝে সাম্প্রতিক সময়ে তৈরীকৃত ইউনিট্রি G1হিউম্যানয়েড রোবটটি অন্যতম। ইউনিট্রি রোবটিক্স নামক একটি প্রতিষ্ঠান তৈরি করেছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দ্বারা চালিত অত্যাধুনিক হিউম্যানয়েড রোবটটি। 

একটি মানুষের দৈহিক গঠন এবং চলাফেরার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে তৈরি করা হয়েছে উক্ত রোবটটিকে। মূলত রোবটটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন তা খুব সহজেই সাধারণ মানুষের সাথে তার যোগাযোগ স্থাপন করতে পারে। এর পাশাপাশি রোবটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির ব্যবহার উক্ত বিষয়টিকে আরো সহজ করে তুলেছে।

আরও পড়ুন : স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু হচ্ছে বাংলাদেশে

ইউনিট্রি G1 এর কিছু বিশেষ বৈশিষ্ট্য

ইউনিট্রি G1 রোবটটিতে অত্যন্ত উন্নতমানের সেন্সর এবং মোটরের ব্যবহার করা হয়েছে। যার ফলে এটি অনেকটা সাধারণ মানুষের মতোই চলাচল করতে সক্ষম। এর পাশাপাশি ইউনিট্রি G1 রোবটটি তার হাতের সাহায্যে খুব সহজেই যেকোন জিনিসকে আঁকড়ে ধরতে পারে। এমনকি একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তরও করতে পারে। এর পাশাপাশি রোবটটিতে ব্যবহার করা হয়েছে ৩৬০ ডিগ্রি ভিউঅ্যাঙ্গেলের অত্যাধুনিক ক্যামেরা এবং উন্নতমানের ব্যাটারি যার সাহায্যে প্রায় দুই ঘন্টা পর্যন্ত রোবটটিকে সচল রাখা সম্ভব হবে ।

যার ফলে বিভিন্ন অঙ্গনে এই রোবটটিকে কাজে লাগানোর একটি বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি এই রোবটটিতে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে, তাই এই রোবটটি খুব সহজেই মানুষের যেকোন নির্দেশনা বুঝতে এবং সেই অনুযায়ী কাজও করতে সক্ষম। এর পাশাপাশি ইউনিট্রি G1 প্রতিনিয়ত তার চারপাশের পরিবেশ থেকে এবং তাকে দেওয়া নির্দেশনা থেকে নিত্যনতুন নানা বিষয় শিখতে সক্ষম। এমনকি পরিবেশ এবং নির্দেশনা থেকে পাওয়া সেই সকল শিক্ষা, সে পরবর্তী সময়ে কাজেও লাগাতে পারে।

ইউনিট্রি G1 কে একটি মাল্টি ফাংশনাল রোবট হিসেবে তৈরি করা হয়েছে। যার ফলে এটি একদিকে যেমন অফিসের যাবতীয় অফিশিয়াল কাজ সমূহ সম্পন্ন করতে পারে, ঠিক একই সাথে সে গৃহস্থালির নানা কাজও সম্পন্ন করতে সক্ষম। এর পাশাপাশি মাল্টি ফাংশনাল হওয়ায় এটিকে বিভিন্ন কলকারখানাসহ অন্য যেকোন কর্মক্ষেত্রেও কাজে লাগানোর সম্ভব ।



ইউনিট্রি G1 এর ভবিষ্যৎ সম্ভাবনা

ইউনিট্রি G1 কে ভবিষ্যতে মানুষের গৃহস্থালির কাজকর্ম থেকে শুরু করে অফিসিয়াল কাজ, রোগীদের পরিচর্যা,বৃদ্ধ এবং প্রতিবন্ধীদের পরিচর্যা থেকে শুরু করে প্রশাসনিক নানা কাজেও ব্যবহার করা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যতে হয়তোবা ইউনিট্রি G1 সহ আরো অত্যাধুনিক নানা হিউম্যানয়েড রোবটের দেখা মিলবে যা মানুষের প্রাতাহিক জীবনযাত্রাকে আরও সহজতর করতে অগ্রণীভূমিকা পালন করবে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। আর তাই ইউনিট্রি G1 এর আবিষ্কার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং হিউম্যানয়েড রোবোটিক্সের অঙ্গনে একটি মাইলফলক হিসেবে অবস্থান করবে।


Post a Comment

Previous Post Next Post