সাম্প্রতিক সময়ে যারা নতুন ভোটার হয়েছেন, তারা খুব সহজেই তাদের ফরম নাম্বার বা মেসেজের মাধ্যমে পাওয়া এনআইডি নাম্বারের সাহায্যে খুব সহজেই নিজের এনআইডি বা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। এই পোস্টটিতে ঘরে বসেই অনলাইনে এনআইডি কার্ড ডাউনলোড করার পদ্ধতি খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে। নতুন ভোটারদের পাশাপাশি যারা পুরাতন ভোটার অথবা যাদের ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে, তারাও এই পদ্ধতিতে নিজেদের ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
এনআইডি কার্ড ডাউনলোড করার নিয়মএনআইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমেই আমাদের দুইটি ডিভাইসের প্রয়োজন হবে। দুইটি ডিভাইসের মাঝে একটি ডিভাইসে সাহায্যে services.nidw.gov.bd ওয়েবসাইটিতে লগইন করতে হবে এবং অপর একটি ডিভাইজে NID Wallet নামক এ্যাপটিকে ইন্সটল করে নিতে হবে।
Nidw ওয়েবসাইটে প্রবেশ
নিজের এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য প্রথমেই আপনাকে service.nidw.gov.bd নামক এই ওয়েবসাইটটিতে গিয়ে নিজের এনআইডি নাম্বার বা ভোটার স্লিপ এবং জন্ম তারিখটিকে নির্দিষ্ট ঘরে বসাতে হবে এবং নিচে থাকা ক্যাপচাটিকে পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তারপর নিজের বর্তমান এবং স্থায়ী ঠিকানা সাবমিট করতে হবে। ঠিকানা সাবমিট করার পর নিজের মোবাইল নাম্বারটিকে ভেরিফাই করে রেজিস্ট্রেশন এর কাজ সম্পন্ন করতে হবে। পূর্বের মোবাইল নাম্বারটি মনে না থাকলে বা ভুল হলে আপনি নতুন মোবাইল নাম্বার দিয়েও ভেরিফিকেশনের কাজটি করতে পারবেন। রেজিষ্ট্রেশন এর কাজ শেষ হলে আপনার সামনে একটি QR কোড চলে আসবে।
NID Wallet অ্যাপ ডাউনলোড
ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশনের কাজ শেষ হলে, আপনাকে আপনার মোবাইল ফোনে NID Wallet নামক একটি এ্যাপ ইন্সটল করে নিতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে NID Wallet লিখে সার্চ দিলেই এনআইডি ওয়ালেট নামক অ্যাপটি পেয়ে যাবেন। NID Wallet এ্যাপটিকে এবার ওপেন করে নিতে হবে এবং পূর্বে ওয়েবসাইটে দেখানো QR কোডটিকে স্ক্যান করতে হবে। এক্ষেত্রে দুইটি ডিভাইস ব্যবহার করলে QR কোডটিকে স্ক্যান করা সহজ হবে।
ফেস ভেরিফিকেশন
QR কোড স্ক্যান করার পর স্টার্ট ফেস স্ক্যান বাটনটিতে ক্লিক করতে হবে। তারপর মোবাইল স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী প্রথমে সামনাসামনি, তারপর সামান্য ডানে এবং সামান্য বামে মুখ ঘুরানোর মাধ্যমে ফেস ভেরিফিকেশনটি সম্পন্ন করতে হবে।
ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশনের কাজ শেষ হলে, আপনাকে আপনার মোবাইল ফোনে NID Wallet নামক একটি এ্যাপ ইন্সটল করে নিতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে NID Wallet লিখে সার্চ দিলেই এনআইডি ওয়ালেট নামক অ্যাপটি পেয়ে যাবেন। NID Wallet এ্যাপটিকে এবার ওপেন করে নিতে হবে এবং পূর্বে ওয়েবসাইটে দেখানো QR কোডটিকে স্ক্যান করতে হবে। এক্ষেত্রে দুইটি ডিভাইস ব্যবহার করলে QR কোডটিকে স্ক্যান করা সহজ হবে।
ফেস ভেরিফিকেশন
QR কোড স্ক্যান করার পর স্টার্ট ফেস স্ক্যান বাটনটিতে ক্লিক করতে হবে। তারপর মোবাইল স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী প্রথমে সামনাসামনি, তারপর সামান্য ডানে এবং সামান্য বামে মুখ ঘুরানোর মাধ্যমে ফেস ভেরিফিকেশনটি সম্পন্ন করতে হবে।
পাসওয়ার্ড সেট
এবার প্রথম ডিভাইস যেটিতে services.nidw.gov.bd নামক ওয়েবসাইটি ওপেন করা হয়েছিল, সেখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। সেট পাসওয়ার্ড নামক অপশনটিতে ক্লিক করে খুব সহজেই পাসওয়ার্ডটিকে সেট করা সম্ভব হবে।
ডাউনলোড
পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে সয়ংক্রিয়ভাবে nidw ওয়েবসাইটটি লগইন হয়ে যাবে। এবার একটু নিচের দিকে লক্ষ্য করলেই ডাউনলোড অপশনটি পাওয়া যাবে। ডাউনলোড অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার এনআইডি কার্ডটি পিডিএফ ফরমেটে ডাউনলোড হয়ে যাবে। এবার এই এনআইডি কার্ডটিকে প্রিন্ট করে সকল জায়গায় ব্যবহার করা সম্ভব হবে।
Post a Comment