সাম্প্রতিক সময়ে দেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে নাথিং ফোন ২এ প্লাস। চমৎকার ডিজাইন এবং দুর্দান্ত সব ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে বাজারে লঞ্চ হওয়া নতুন এই ফোনটিকে নিয়ে, স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝেই বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে।
স্পেসিফিকেশন ও ফিচার
পূর্বের নাথিং ফোন ২এ এর তুলনায় স্পেসিফিকেশন এবং ফিচারে বেশ অনেকটাই পরিবর্তন আনা হয়েছে নতুন এই নাথিং ফোন ২এ প্লাস মডেলের স্মার্টফোনটিতে। বাজারে নতুন লঞ্চ হওয়া এই স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ৬.৭ ইঞ্চির এফএইচডি+অ্যামলেড ডিসপ্লে। এর পাশাপাশি ফোনটির ডিসপ্লেতে আরও থাকছে ২৪০ টাচস্যাম্পলিং রেট, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ১৩০০ নিট পিক ব্রাইটনেস। নাথিং ফোন ২এ প্লাসে প্রসেসর হিসেবে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে নতুন মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৫০প্রো চিপসেটটিকে। এরপূর্বে অন্য কোনো স্মার্টফোনে এই চিপসেটটিকে ব্যবহার করা হয়নি।
আর তাই কোম্পানিটি দাবি করছে যে, নতুন নাথিং ফোন ২এ প্লাস স্মার্টফোনটি পূর্বের নাথিং ফোন ২এ এর তুলনায় প্রায় ১০ শতাংশ ভালো পারফরম্যান্স করতে সক্ষম হবে। নাথিং কোম্পানির ফোনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তাদের চমকপ্রদ ডিজাইন এবং দুর্দান্ত ক্যামেরার জন্য বহুল জনপ্রিয়। আর তারই ধারাবাহিকতাশ নতুন নাথিং ফোন ২এ প্লাস ফোনটিতে রয়েছে ১.৯ অ্যাপাচার সমৃদ্ধ ৫০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা। এর পাশাপাশি ফ্রন্ট ফেইসিং ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। প্রাইমারি এবং আল্ট্রাওয়াইড ক্যামেরাতে যথাক্রমে স্যামসাংয়ের জিএন৯ প্রাইমারি লেন্স এবং জেএন১ আল্ট্রাওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন : এআই ফিচারযুক্ত ল্যাপটপ নিয়ে এসেছে এইচপি
ডিজাইন এবং মূল্য
নাথিং ফোন বরাবরের মতোই তার অনন্য ডিজাইনের জন্য বহুল জনপ্রিয়। বরাবরের মতো এইবারও একই ধরনের প্লাস্টিক বডি এবং ট্রান্সপারেন্ট ব্যাকপ্যানেল ব্যবহার করা হয়েছে ফোনটিতে। তবে ফোনের ডিজাইনে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। তবে এবার নাথিং ফোন ২এ প্লাসের ট্রান্সপারেন্ট ব্যাকপ্যানেলের ভেতরে একটি মেটালিক টেক্সচারের লুক দেওয়ার চেষ্টা করেছে নাথিং কোম্পানি। ইতোমধ্যেই যা নেট দুনিয়ায় বেশ আলোচনার সৃষ্টি করেছে। বাংলাদেশের বাজারে এখনো নাথিং ফোন ২এ প্লাস মডেলের স্মার্টফোনটি লঞ্চ করা হয়নি। তবে ইতোমধ্যেই ফোনটিকে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে।
ফোনটিতে সর্বোচ্চ ৪কে ৩০এফপিএসে ভিডিও করা সম্ভব হবে। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে এন্ড্রয়েড ১৪ (নাথিং ওএস ২.৬) ব্যবহার করা হয়েছে। সুদীর্ঘ ব্যাটারি ব্যাকআপের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫ হাজার মিলি এম্পিয়ারের একটি ব্যাটারি। এর পাশাপাশি ফোনটিতে রয়েছে ৫০ ওয়াটের ফাস্ট চার্জিং এবং ৫ ওয়াটের রিভার্স ওয়্যার্ড চার্জিংয়ের সুবিধা। নাথিং ফোন ২এ প্লাসের বেস মডেলে ৮জিবি র্যাম + ২৫৬জিবির স্টোরেজ ব্যবহার করা হয়েছে। তবে নাথিং ফোন ২এ প্লাসের ১২জিবি র্যাম + ২৫৬জিবি স্টোরেজের ভেরিয়েন্টও পাওয়া যাচ্ছে।
ডিজাইন এবং মূল্য
নাথিং ফোন বরাবরের মতোই তার অনন্য ডিজাইনের জন্য বহুল জনপ্রিয়। বরাবরের মতো এইবারও একই ধরনের প্লাস্টিক বডি এবং ট্রান্সপারেন্ট ব্যাকপ্যানেল ব্যবহার করা হয়েছে ফোনটিতে। তবে ফোনের ডিজাইনে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। তবে এবার নাথিং ফোন ২এ প্লাসের ট্রান্সপারেন্ট ব্যাকপ্যানেলের ভেতরে একটি মেটালিক টেক্সচারের লুক দেওয়ার চেষ্টা করেছে নাথিং কোম্পানি। ইতোমধ্যেই যা নেট দুনিয়ায় বেশ আলোচনার সৃষ্টি করেছে। বাংলাদেশের বাজারে এখনো নাথিং ফোন ২এ প্লাস মডেলের স্মার্টফোনটি লঞ্চ করা হয়নি। তবে ইতোমধ্যেই ফোনটিকে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে।
ভারতের বাজারে নাথিং ফোন ২এ প্লাসের ৮জিবি র্যাম+২৫৬জিবি বেস মডেলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭,৯৯৯ রুপি। তবে বাংলাদেশের বাজারে ঠিক কবে নাগাদ এই স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে তার কোন সুস্পষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। বাংলাদেশের বাজারে নাথিং ফোন ২এ প্লাস স্মার্টফোনটিকে লঞ্চ করা হলে ফোনটির আনুমানিক বাজার মূল্য হতে পারে ৩৯,৩০০ টাকা।
তবে আনুমানিকভাবে নির্ধারিত এই মূল্য কম বেশিও হতে পারে। বাংলাদেশের বাজারে নাথিং ফোন কোম্পানি, শুরু থেকেই বেশ জনপ্রিয় একটি স্মার্টফোন কোম্পানি। আর তাই দেশের বাজারে লঞ্চ করা হলে নতুন এই নাথিং ফোন ২এ প্লাস স্মার্টফোনটি বেশ জনপ্রিয়তা অর্জন করবে বলে ধারণা করছেন স্মার্টফোন ব্যবহারকারীরা।
Post a Comment