বর্তমান সময়ে মোবাইল, ট্যাবলেট কিনবা ল্যাপটপসমূহে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির ব্যবহার প্রায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আর এরই ধারাবাহিকতায় নতুন দুর্দান্ত সব এআই ফিচার এবং সুদীর্ঘ ব্যাটারি ব্যাকআপযুক্ত নতুন ল্যাপটপ নিয়ে বাজারে হাজির হয়েছে এইচপি।
এলিটবুক আল্ট্রা এবং অমনিবুক এক্স নামক দুটি চমৎকার মডেলের নতুন ল্যাপটপ বাজারে লঞ্চ করেছে এইচপি। অন্যান্য ল্যাপটপের তুলনায় দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ এবং নতুন এআই ফিচার থাকায়, সাম্প্রতিক সময়ে এই নতুন মডেলের ল্যাপটপ দুইটিকে নিয়ে নেট দুনিয়ায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে।এলিটবুক আল্ট্রা
এইচপির নতুন এলিটবুক আল্ট্রা নামক মডেলের ল্যাপটপটিতে রয়েছে ২.২ কে রেজুলেশন এবং ১৪ ইঞ্চির একটি টাচস্ক্রিন ডিসপ্লে। এর পাশাপাশি ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন এক্স ইলাইট এক্স১ই-৭৮-১০০ মডেলের অত্যাধুনিক প্রসেসর। ল্যাপটপটিতে স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি এসএসডি। এর পাশাপাশি ল্যাপটপটিতে থাকবে ৫ মেগাপিক্সেলের একটি ওয়েব ক্যামেরা। এইচপি কোম্পানি আরও দাবি করছে যে, তাদের এই নতুন ল্যাপটপটি এক চার্জে প্রায় ২৬ ঘণ্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম হবে।
ল্যাপটপটির ডিজাইনেও রয়েছে নতুনত্ব। বিশেষ করে অন্যান্য ল্যাপটপের তুলনায় বেশ হালকা এবং আকর্ষণীয় ডিজাইনের কারণে নতুন এই এলিটবুক আল্ট্রা ল্যাপটপটি পূর্বের যেকোনো ল্যাপটপের তুলনায় অধিক জনপ্রিয়তা অর্জন করবে বলে দাবি করছে এইচপি। বিশেষ করে যারা ল্যাপটপ নিয়ে ভ্রমণ করে থাকেন, তাদের জন্য এই ল্যাপটপটি বেশ উপযোগী। কেননা এই ল্যাপটপটি একদিকে যেমন খুবই হালকা পাতলা গড়নের, ঠিক তেমনিভাবে ল্যাপটপটিতে এক চার্জে প্রায় ২৬ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব হওয়ায় এটি ভ্রমণকারী অথবা চাকুরীজীবীদের জন্য বেশ উপযোগী।
অমনিবুক এক্স
এইচপির এলিটবুক আল্ট্রা মডেলটির মতো অমনিবুক এক্স নামক এই মডেলটিও সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। অমনিবুক এক্স নামক মডেলটির সাথে এলিটবুক আল্ট্রা নামক মডেলের ল্যাপটপটির বেশ কিছু মিল রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় যে, উভয় ল্যাপটপে একই প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি উভয় ল্যাপটপেই ব্যবহার করা হয়েছে ১৪ ইঞ্চির একটি টাচস্ক্রিন ডিসপ্লে।
এইচপির এলিটবুক আল্ট্রা মডেলটির মতো অমনিবুক এক্স নামক এই মডেলটিও সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। অমনিবুক এক্স নামক মডেলটির সাথে এলিটবুক আল্ট্রা নামক মডেলের ল্যাপটপটির বেশ কিছু মিল রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় যে, উভয় ল্যাপটপে একই প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি উভয় ল্যাপটপেই ব্যবহার করা হয়েছে ১৪ ইঞ্চির একটি টাচস্ক্রিন ডিসপ্লে।
তবে অমনিবুক এক্স নামক মডেলটিতে ১ টেরাবাইটের একটি এসএসডি এবং ৩২ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। দুইটি ল্যাপটপেই অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে উইন্ডোজের ১১ হোম নামক ভার্সনটি। এর পাশাপাশি দুইটি ল্যাপটপেই থাকছে ফাস্ট চার্জিং এবং অ্যালুমিনিয়াম বডি। এলিটবুক আল্ট্রা নামক মডেলটির মতো এই মডেলটিতেও এক চার্জে প্রায় ২৬ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ প্রদানের সক্ষমতার কথা দাবি করেছে এইচপি কোম্পানি। দুইটি ল্যাপটপই বেশ পাতলা এবং এদের ওজন প্রায় ৩.৫ কেজি।
ল্যাপটপ দুইটির মূল্য
দেশের বাজারে অনেক আগে থেকেই এইচপি একটি জনপ্রিয় কোম্পানি। আর তাই প্রতিনিয়তই নিত্যনতুন মডেলের ল্যাপটপ দেশের বাজারে লঞ্চ করার মাধ্যমে কোম্পানিটি এখনও তাদের জনপ্রিয়তা বজায় রেখেছে। সাম্প্রতিক সময়ে তাদের লঞ্চ করেছে এলিটবুক আল্ট্রা এবং অমনিবুক এক্স নামক মডেলের নতুন দুইটি ল্যাপটপ।
ল্যাপটপ দুইটির মূল্য
দেশের বাজারে অনেক আগে থেকেই এইচপি একটি জনপ্রিয় কোম্পানি। আর তাই প্রতিনিয়তই নিত্যনতুন মডেলের ল্যাপটপ দেশের বাজারে লঞ্চ করার মাধ্যমে কোম্পানিটি এখনও তাদের জনপ্রিয়তা বজায় রেখেছে। সাম্প্রতিক সময়ে তাদের লঞ্চ করেছে এলিটবুক আল্ট্রা এবং অমনিবুক এক্স নামক মডেলের নতুন দুইটি ল্যাপটপ।
বর্তমানে এলিটবুক আল্ট্রা মডেলের ল্যাপটপটিকে কিনতে চাইলে প্রায় ১,৭৬, ১৯৫ টাকা খরচ করতে হবে। অপরদিকে অমনিবুক এক্স নামক মডেলের ল্যাপটপটিকে কিনতে চাইলে খরচ করতে হবে প্রায় ১,৪০,৯৩২ টাকা। এইচপির অনলাইন ই-কমার্স স্টোর অথবা এইচপির রিটেইল স্টোরে গিয়ে আপনি খুব সহজেই ল্যাপটপ দুটিকে অর্ডার করতে পারবেন।
Post a Comment