সার্চ ইঞ্জিনের জগতে বিপ্লব আনতে চলেছে 'সার্চ জিপিটি'

চলতি বছরের শুরুর দিকে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই ঘোষণা করে যে, তারা খুব দ্রুতই নিজেদের নতুন সার্চ ফিচার নিয়ে আসতে চলেছে। সাম্প্রতিক সময়ে প্রোটোটাইপ বা পরীক্ষামূলকভাবে তারা তাদের এই নতুন সার্চ বট সার্ভিসটিকে চালু করেছে।

সার্চ জিপিটি

সার্চ জিপিটি মূলত ওপেনএআই কর্তৃক লঞ্চকৃত এমন একটি নতুন সার্চ ফিচার। যেটি মূলত একটি সার্চ ইঞ্জিনের মতো কাজ করবে। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এর কর্তৃপক্ষ জানান যে, চ্যাটজিপিটির সাম্প্রতিক সময়ের সর্বশেষ সংস্করণ অর্থাৎ জিপিটি-৪ মডেলটির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই নতুন চ্যাট বটটিকে। বর্তমানে চ্যাটজিপিটি তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করে যেকোনো কমান্ড বা প্রশ্নের শুধুমাত্র লিখিত উত্তরই দিতে পারে। তবে কোম্পানিটি দাবি করছে যে তাদের নতুন এই ফিচারটি, একদিকে যেমন ব্যবহারকারীর রিয়েল টাইম সার্চের যাবতীয় তথ্যাদি প্রদর্শন করবে। তার পাশাপাশি যেকোনো সার্চের পরিপ্রেক্ষিতে উক্ত সার্চ কেন্দ্রিক সর্বশেষ নির্ভুল তথ্য এবং লিংকও দিতে পারবে। 


চ্যাটজিপিটির এই নতুন সার্চ ইঞ্জিনটি যেহেতু আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সি দ্বারা পরিচালিত হবে, তাই ব্যবহারকারীকে আর একের পর এক লিংক বা ওয়েবসাইট ভিজিট করে তথ্য খুঁজে বের করতে হবে না। বরং চ্যাটজিপিটির এই নতুন সার্চ ইঞ্জিনটি সরাসরি সার্চ ফিডে যাবতীয় তথ্যাদি প্রদর্শন করবে। এই সার্চ করা তথ্যগুলোকে খুঁজে বের করতে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির ব্যবহার করা হবে, তাই এক্ষেত্রে সর্বাধিক নির্ভুল তথ্যগুলোকেই ব্যবহারকারীর সামনে উপস্থাপন করা হবে। ফলে সার্চ ইঞ্জিন ব্যবহার করা অথবা ইন্টারনেটে যেকোনো তথ্য খুঁজে বের করাা পূর্বের তুলনায় আরও সহজ হয়ে উঠবে। এর পাশাপাশি বিশ্বের প্রায় সকল ভাষাই ব্যবহার করে তথ্য অনুসন্ধান করা যাবে নতুন এই সার্চ ফিচারটিতে।



বর্তমান সময়ে বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিনটির নাম গুগল। ওপেনএআই তাদের এই নতুন সার্চ ফিচারটিকে ঘোষণা করার পরপরই প্রায় ৩ শতাংশ শেয়ার দর কমে যায় গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের। অনেক নেটিজেনরাই মন্তব্য করছেন যে, হয়তো গুগলের সাথে চ্যাটজিপিটির এই নতুন সার্চ ইঞ্চিনটি বেশ হাড্ডাহাড্ডি লড়াই শুরু হতে চলেছে। যদিও চ্যাটজিপিটির এই নতুন সার্চ ফিচারটি বা সার্চ ইঞ্জিনটিকে এখনো পরিপূর্ণরূপে লঞ্চ করা হয়নি। এটি এখনো পরীক্ষামূলক পর্যায়েই রয়েছে এবং যুক্তরাষ্ট্রের স্বল্পসংখ্যক ব্যবহারকারীই এই সার্ভিসটিকে ব্যবহার করতে পারছেন। তবে পরীক্ষামূলক ব্যবহার শেষে খুব দ্রুতই এই নতুন সার্চ ফিচারটিকে সকলের জন্য উন্মুক্ত করতে চলেছে ওপেনএআই। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ভিত্তিক আরেকটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো পারপ্লেক্সিটি। 

অনেকের মতে এই পারপ্লেক্সিটির সাথেও তীব্র  প্রতিযোগিতায় লিপ্ত হবে ওপেনএআইয়ের তৈরিকৃত এই নতুন সার্চ জিপিটি নামক সার্চ ইঞ্জিনটি। লঞ্চ হওয়ার পরপরই ২০২২ সালের শেষের দিকে বিশ্বের প্রযুক্তি অঙ্গনে এক নতুন বিপ্লবের সৃষ্টি করেছিল চ্যাটজিপিটি। সে সময় বিশ্ববাসী পরিচিত হয়েছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির সাথে। তারপর থেকেই শুরু হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই এর বিপ্লব। বর্তমান সময়ে কলকারখানা থেকে শুরু করে নিত্যদিনের ব্যবহার্য বিভিন্ন যন্ত্রগুলোতে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির বহুল ব্যবহার শুরু হয়েছে। 


একসময় এআই বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি শুধুমাত্র পাঠ্য বিষয়বস্তু থাকলেও বর্তমানে তার ব্যবহারিক রূপও আমরা ব্যাপকহারে দেখতে পাচ্ছি। বিশেষজ্ঞদের মতে, অদূর ভবিষ্যতে এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির ব্যবহার আমাদের সামনে তুলে ধরবে প্রগতি আর উন্নয়নের এক নতুন ধারা। আর একইভাবে সার্চ ইঞ্জিনের জগতে এক নতুন ধারা যুক্ত করতে খুব দ্রুতই আসতে চলেছে ওপেনএআই কোম্পানির এই নতুন সার্চ জিপিটি নামক ফিচারটি।

Post a Comment

Previous Post Next Post