অপটিমাস হিউম্যানয়েড রোবট নিয়ে বাজারে আসছে টেসলা

বর্তমান বিশ্বের সবচেয়ে বড় টেক জায়েন্ট ইলোন মাস্কের 'টেসলা' কোম্পানি খুব শীঘ্রই তাদের নতুন হিউম্যানয়েড রোবটটিকে নিয়ে বাণিজ্যিক উৎপাদনের দিকে অগ্রযাত্রা শুরু করতে চলেছে। টেসলা মূলত তাদের বৈদ্যুতিক গাড়ি, সোলার রুফ এবং পাওয়ারওয়ালসহ নানান অত্যাধুনিক প্রযুক্তি সমূহ বাণিজ্যিক পর্যায়ে উৎপাদনের জন্য বিশ্বব্যাপী বহুল জনপ্রিয়। তবে এইবার অত্যাধুনিক হিউম্যানয়েড রোবোট নিয়ে বাজারে আসতে চলেছে এই বহুল জনপ্রিয় প্রযুক্তিভিত্তিক কোম্পানিটি। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সয়ের তথ্যমতে, সম্ভবত আগামী বছরের শেষের দিকেই এই অত্যাধুনিক হিউম্যানয়েড রোবটগুলোকে উৎপাদন করা শুরু করবে টেসলা। তথ্যসূত্রে আরও জানা যায় যে, এবার এই অত্যাধুনিক হিউম্যানয়েড রোবটগুলোকে বাণিজ্যিক পর্যায়ে বিক্রির উদ্দেশ্যেই তৈরি করবে টেসলা এবং উক্ত বিষয়ে নিজেই নিশ্চিত করেছেন টেসলা কোম্পানির মালিক ইলন মাস্ক।


অপটিমাস হিউম্যানয়েড রোবট

হিউম্যানয়েড রোবট বলতে প্রকৃত অর্থে মানুষের শরীরের অনুরূপ গঠনবিশিষ্ট রোবটকে বোঝানো হয়ে থাকে। মানুষের দেহ কাঠামোর মতোই এই রোবটগুলোতেও একটি মাথা, দুটি হাত, দুইটি পা এবং একটি দেহ থাকে। গঠন কাঠামোর পাশাপাশি এই রোবটগুলোকে এমন ভাবে তৈরি করা হয়ে থাকে যেন এগুলো ঠিক মানুষের মতোই কর্মক্ষম হয়। 

টেসলা তাদের প্রথম অপটিমাস হিউম্যানয়েড রোবটটিকে প্রকাশ করেছিল ২০২২ সালে। তখন এই অপ্টিমাস হিউম্যানয়েড রোবটটির প্রথম প্রজন্মের নামকরণ করা হয়েছিল 'বাম্বলবি'। তবে খুব শীঘ্রই এই রোবটটির দ্বিতীয় প্রজন্ম বা সেকেন্ড জেনারেশন নিয়ে বাজারে আসছে টেসলা। ২০২৬ সাল থেকেই অপটিমাস রোবটটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

অপটিমাস রোবটটির বৈশিষ্ট্য সমূহ

টেসলা প্রথমবারের মতো ২০২২ সালে 'বাম্বলবি' নামক অপটিমাস হিউম্যানয়েড রোবটটির যে প্রথম প্রজন্ম প্রকাশ করেছিল, সেটি প্রায় ১.৭ মিটার উচ্চতা বিশিষ্ট ছিল এবং এর ওজন ছিল প্রায় ৫৬ কেজি। সে সময় এটিকে তৈরি করা হয়েছিল মূলত মানুষের নিত্যদিনের একঘেয়ে এবং বিরক্তিকর কাজগুলোকে সহজেই একটি রোবট দ্বারা সম্পাদিত করার জন্য। বিশেষ করে গৃহস্থালির ছোটখাটো কাজ যেমন : রান্না করা, ঘাস কাটা, বয়স্কদের দেখাশোনা করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছিল এই রোবটটিকে। তবে অপটিমাস হিউম্যানয়েড রোবটের এই দ্বিতীয় প্রজন্মকে তৈরি করা হবে মূলত কল কারখানার কাজে সরাসরি অংশগ্রহণের জন্য। 




আর তাই অপটিমাস হিউম্যানয়েড রোবটের এই দ্বিতীয় প্রজন্মটিকে মানুষের "প্রকৃত উপকারী" রোবট নামেও আখ্যায়িত করা হচ্ছে। বিশেষকরে কল কারখানার ঝুঁকিপূর্ণ কাজসমূহ করার জন্যই বিশেষভাবে প্রস্তুত করা হবেই রোবটটিকে। মূলত যে সকল কাজসমূহ সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ, সেসকল কাজগুলোকে এই রোবটটি খুব সহজেই করে ফেলতে পারবে। ফলে একদিকে যেমন স্বল্প সময়ে অধিক পণ্য উৎপাদন করা সম্ভব হবে, তেমনিভাবে অপরদিকে মানুষের জীবনের নিরাপত্তাও নিশ্চিত হবে। আর তাই বর্তমান বিশ্ব এই জাতীয় হিউম্যানয়েড রোবটের প্রতি বেশ আগ্রহী এবং কৌতুহলী। 


ইতোমধ্যেই ইলন মাস্কের টেসলা এই হিউম্যানয়েড রোবটগুলোকে উৎপাদনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ পাওয়া শুরু করেছে। ইলন মাস্কের দেওয়া তথ্যমতে তিনি প্রতিটি রোবটের দাম ২০ হাজার ডলারেরও কম নির্ধারণ করতে চান। আগামী বছরের শেষের দিকে এই রোবটটির উৎপাদন  এবং বাজার পর্যায়ে বিপণন শুরু হলে, উক্ত রোবট সম্পর্কে আরও বিস্তারিত জানা সম্ভব হবে। তবে বর্তমান বিশ্ব বেশ অনেকটাই কৌতুহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে অপটিমাসের এই দ্বিতীয় প্রজন্মটির দিকে। অদূর ভবিষ্যতে হয়তো এরকম হিউম্যানয়েড রোবটগুলো কলকারখানা সহ মানুষের প্রত্যাহিক জীবনের কাজসমূহকে সহজ করতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

Post a Comment

Previous Post Next Post