প্রত্যহিক জীবনের স্বাস্থ্য বিষয়ক সকল কার্যকলাপ পর্যবেক্ষণে রাখার জন্য টেক জায়েন্ট স্যামসাং নিয়ে এসেছে তাদের নতুন গ্যালাক্সি রিং। স্যামসাংয়ের পূর্বে শাওমিরও তাদের নতুন স্মার্ট রিং লঞ্চ করার কথা বলে থাকলেও, এখনো পর্যন্ত সেটি লঞ্চ করা হয়ে ওঠেনি। আর তাই প্রযুক্তি বিশ্বের প্রথমবারের মতো স্মার্ট রিং হিসেবে স্যামসাং নিয়ে আসছে তাদের নতুন "গ্যালাক্সি রিং"।
গ্যালাক্সি রিং এর ফিচার
স্যামসাংয়ের এই নতুন গ্যালাক্সি রিংটিকে আপনি আপনার ফোনের সাথে কানেক্ট করে খুব সহজেই আপনার হার্ট রেট, একটিভিটি লেভেল এবং ঘুম বিষয়ক সকল ডাটা অনুযায়ী আপনার এনার্জি স্কোর পর্যবেক্ষণ করতে পারবেন। আর তাই সুস্থ এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপনের জন্য এই রিংটি খুবই ভূমিকা পালন করবে। হৃদস্পন্দন বা হার্টবিট পর্যবেক্ষণের পাশাপাশি এই রিংটি আপনার রক্তের অক্সিজেন লেভেল এবং ত্বকের তাপমাত্রাও বিশ্লেষণ করতে সক্ষম। গ্যালাক্সি রিং এই বিষয়গুলোকে শুধুমাত্র পর্যবেক্ষণই করবে না, বরং এগুলোকে রেকর্ড আকারে সংরক্ষণ করে রাখবে। যা পরবর্তীকালে বিশ্লেষণ করে আপনি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।
আরও পড়ুন : মোবাইল দিয়ে অনলাইনে জিডি করার নিয়ম
এর পাশাপাশি গ্যালাক্সি রিং আপনার প্রত্যাহিক জীবনের বিভিন্ন এক্টিভিটিও মনিটর করে থাকে। রিংটি বিভিন্ন ধরনের একটিভিটি ডায়াগনস্টিকস সংগ্রহ করে থাকে যেমন : ব্যায়াম, ব্যায়ামের সময় এবং মোট ক্যালরি খরচের পরিমাণ ইত্যাদি। তবে এগুলো মনিটরিং শুরু হয় স্বয়ংক্রিয়ভাবে। উদাহরণ হিসেবে আপনি যদি ব্যায়াম করা শুরু করে দেন, তবে স্বয়ংক্রিয়ভাবে এটি আপনার ব্যায়ামের মোট সময় মনিটরিং করা শুরু করে দিবে। স্যামসাংয়ের নতুন এই গ্যালাক্সি রিংয়ের আরেকটি বিশেষ ফিচার হলো এর ট্রেস মনিটর নামক ফিচারটি। কোন কারনে হঠাৎ উত্তেজনা অথবা শ্বাস-প্রশ্বাসের হ্রাস-বৃদ্ধিকে পর্যবেক্ষণ করতে সক্ষম এই স্ট্রেস মনিটর নামক ফিচারটি।
মোবাইলের সাথে সংযোগ করুন
বর্তমানে স্যামসাংয়ের এই গ্যালাক্সি রিংটিকে শুধুমাত্র স্যামসাংয়ের মোবাইলের সাথেই সংযুক্ত করা সম্ভব হবে। প্রথমেই গ্যালাক্সি ওয়ারেবেলস নামক অ্যাপটির সর্বশেষ সংস্করণটিকে আপনার ডিভাইসে ইন্সটল করে নিতে হবে। পরবর্তীতে ব্লুটুথ ব্যবহার করে এই রিংটিকে "গ্যালাক্সি হেলথ" নামক অ্যাপটির সাথে সিনক্রোনাই করে নিতে হবে। গ্যালাক্সি হেলথ নামক অ্যাপটির সাথে সিনক্রোনাইজ করে নেওয়ার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে আপনার স্বাস্থ্য বিষয়ক সকল ডাটা গ্যালাক্সি হেলথ নামক অ্যাপটিতে প্রদর্শিত হওয়া শুরু হয়ে যাবে।
চার্জিং এবং কিছু নির্দেশনা
গ্যালাক্সি রিংটিকে তার চার্জিং কেসে রেখে খুব সহজেই চার্জ করা সম্ভব হবে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই গ্যালাক্সি রিংটিকে ফুলচার্জ করা সম্ভব হবে। তবে ১০ মিনিটের চেয়ে কম চার্জ দিয়ে রিংটিকে অন করা উচিত হবে না। রিংটির নিচে থাকা ইন্ডিটিকেটর লাইটের সাহায্যে আপনি খুব সহজেই আপনার গ্যালাক্সি রিংটিয়ের ব্যাটারি স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন। যদি সবুজ আলো জ্বলে থাকে তবে ব্যাটারির চার্জের পরিমাণ ১৫ শতাংশের বেশি রয়েছে। অপরদিকে লাল আলো জ্বলে থাকলে ব্যাটারি চার্জের পরিমাণ ১৫ শতাংশের কম রয়েছে বলে ধারণা করা যাবে।
এর পাশাপাশি গ্যালাক্সি রিং আপনার প্রত্যাহিক জীবনের বিভিন্ন এক্টিভিটিও মনিটর করে থাকে। রিংটি বিভিন্ন ধরনের একটিভিটি ডায়াগনস্টিকস সংগ্রহ করে থাকে যেমন : ব্যায়াম, ব্যায়ামের সময় এবং মোট ক্যালরি খরচের পরিমাণ ইত্যাদি। তবে এগুলো মনিটরিং শুরু হয় স্বয়ংক্রিয়ভাবে। উদাহরণ হিসেবে আপনি যদি ব্যায়াম করা শুরু করে দেন, তবে স্বয়ংক্রিয়ভাবে এটি আপনার ব্যায়ামের মোট সময় মনিটরিং করা শুরু করে দিবে। স্যামসাংয়ের নতুন এই গ্যালাক্সি রিংয়ের আরেকটি বিশেষ ফিচার হলো এর ট্রেস মনিটর নামক ফিচারটি। কোন কারনে হঠাৎ উত্তেজনা অথবা শ্বাস-প্রশ্বাসের হ্রাস-বৃদ্ধিকে পর্যবেক্ষণ করতে সক্ষম এই স্ট্রেস মনিটর নামক ফিচারটি।
মোবাইলের সাথে সংযোগ করুন
বর্তমানে স্যামসাংয়ের এই গ্যালাক্সি রিংটিকে শুধুমাত্র স্যামসাংয়ের মোবাইলের সাথেই সংযুক্ত করা সম্ভব হবে। প্রথমেই গ্যালাক্সি ওয়ারেবেলস নামক অ্যাপটির সর্বশেষ সংস্করণটিকে আপনার ডিভাইসে ইন্সটল করে নিতে হবে। পরবর্তীতে ব্লুটুথ ব্যবহার করে এই রিংটিকে "গ্যালাক্সি হেলথ" নামক অ্যাপটির সাথে সিনক্রোনাই করে নিতে হবে। গ্যালাক্সি হেলথ নামক অ্যাপটির সাথে সিনক্রোনাইজ করে নেওয়ার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে আপনার স্বাস্থ্য বিষয়ক সকল ডাটা গ্যালাক্সি হেলথ নামক অ্যাপটিতে প্রদর্শিত হওয়া শুরু হয়ে যাবে।
চার্জিং এবং কিছু নির্দেশনা
গ্যালাক্সি রিংটিকে তার চার্জিং কেসে রেখে খুব সহজেই চার্জ করা সম্ভব হবে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই গ্যালাক্সি রিংটিকে ফুলচার্জ করা সম্ভব হবে। তবে ১০ মিনিটের চেয়ে কম চার্জ দিয়ে রিংটিকে অন করা উচিত হবে না। রিংটির নিচে থাকা ইন্ডিটিকেটর লাইটের সাহায্যে আপনি খুব সহজেই আপনার গ্যালাক্সি রিংটিয়ের ব্যাটারি স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন। যদি সবুজ আলো জ্বলে থাকে তবে ব্যাটারির চার্জের পরিমাণ ১৫ শতাংশের বেশি রয়েছে। অপরদিকে লাল আলো জ্বলে থাকলে ব্যাটারি চার্জের পরিমাণ ১৫ শতাংশের কম রয়েছে বলে ধারণা করা যাবে।
আরও পড়ুন : ইনফ্রারেড ক্যামেরাযুক্ত ইয়ারফোন নিয়ে আসছে অ্যাপল
আপনি আপনার যেই হাতটিকে তুলনামূলক কম ব্যবহার করে থাকেন, সেই হাতটিতে রিংটিকে পড়া তুলনামূলকভাবে ভালো হবে। এর পাশাপাশি রিংটিকে হাতে পড়ার আগে হাতের আঙ্গুল এবং রিংটি শুকনো এবং পরিষ্কার রয়েছে কিনা সেই বিষয়েও সতর্ক থাকা উচিত। রিংটি হাতে পড়ে থাকা অবস্থায় আপনি যদি কোন প্রকার চুম্বকীয় বস্তুর সংস্পর্শে থাকেন, তবে রিংটি সঠিকভাবে কাজ নাও করতে পারে। আর তাই এই বিষয়েরও সতর্কতা অবলম্বন করা উচিত।
আপনি আপনার যেই হাতটিকে তুলনামূলক কম ব্যবহার করে থাকেন, সেই হাতটিতে রিংটিকে পড়া তুলনামূলকভাবে ভালো হবে। এর পাশাপাশি রিংটিকে হাতে পড়ার আগে হাতের আঙ্গুল এবং রিংটি শুকনো এবং পরিষ্কার রয়েছে কিনা সেই বিষয়েও সতর্ক থাকা উচিত। রিংটি হাতে পড়ে থাকা অবস্থায় আপনি যদি কোন প্রকার চুম্বকীয় বস্তুর সংস্পর্শে থাকেন, তবে রিংটি সঠিকভাবে কাজ নাও করতে পারে। আর তাই এই বিষয়েরও সতর্কতা অবলম্বন করা উচিত।
Post a Comment