এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

সাম্প্রতিক সময়ে সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী এক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশব্যাপী চলমান উক্ত কোটা সংস্কার আন্দোলনে সাম্প্রতিক সময় শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করলেও, ১৬ তারিখ সকাল থেকে দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও এই আন্দোলনে যোগদান করলে পরিস্থিতি পূর্বের অধিক অস্থিতিশীল হয়ে ওঠে। 

আর দেশের সাম্প্রতিক সময় চলমান এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে আগামী (১৮ জুলাই) বৃহস্পতিবারের এইচএসসি এবং সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এইচএসসি এবং সমমান পরীক্ষার স্থগিতের উক্ত বিষয়টি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এইচএসসি এবং সমান পরীক্ষা স্থগিতার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দেশব্যাপী মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন : ঢাবি সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

১৬ জুলাই রাতের এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় যে, দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে,শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা সকল পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। এর পাশাপাশি আরো জানানো হয় যে, পরবর্তী নির্দেশনা আসার পূর্ব পর্যন্ত এই সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পাঠদান কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।


বিশেষ করে মঙ্গলবার ১৬ই জুলাই সকাল থেকেই ঢাকাসহ দেশের প্রায় ১০ টি অঞ্চলে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে আন্দোলনকারীরা। এরই ধারাবাহিকতায় বিকাল ৩ টা অতিক্রম করলে পরিস্থিতি অনেকটাই ভয়ালরূপ ধারণ করে। যার ফলে দেশব্যাপী ছয় জন শিক্ষার্থী প্রাণ হারায় এবং কয়েক শতাধিক শিক্ষার্থী আহত হয়। কোটা সংস্কার কেন্দ্রিক এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরাও যুক্ত হওয়ার ফলে, শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে নজরে আনেন। 

বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি দেশের সাধারণ বিদ্যালয়গুলোতে যেন কোন প্রকার সহিংসতা ছড়িয়ে না পড়ে এবং কোন প্রকার জানমালের ক্ষয়ক্ষতি না হয়, সেই বিষয়টিকে নজরে রেখেই মূলত এই সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আগামী বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের ঘোষণা করা হলেও, পরবর্তী পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে কোন তথ্য এখনো জানা যায়নি। 

আরও পড়ুন : সোলার রুফ কি ?

পরের পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে ধারণা করা হচ্ছে যে দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল হলে পূর্বের রুটিন মাফিকই অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষাগুলো। যদিও সেটি এখনও অনেকটাই সময়ের দাবি।

Post a Comment

Previous Post Next Post