সোলার রুফ কি ?

বর্তমান সময়ে মানুষ অনবায়নযোগ্য শক্তির উৎসের তুলনায় নবায়নযোগ্য শক্তির উৎসর দিকে অধিক আগ্রহী হয়ে উঠছে। আর সোলার প্যানেল এই নবায়নযোগ্য শক্তির উৎসর মাঝে অন্যতম। সোলার প্যানেল নামক যন্ত্রটি আমাদের সকলের কাছে অধিক পরিচিত হলেও সোলার রুফ নামক ধারণাটি অনেকের কাছেই বেশ নতুন একটি বিষয়।

সোলার রুফ কি?

সোলার রুফ অনেকটা সোলার প্যানেলের মতোই একটি সৌর প্যানেল যার সাহায্যে সৌরশক্তিকে খুব সহজে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। তবে সোলার প্যানেল এবং সোলার রুফের মাঝে সবচেয়ে বড় পার্থক্য হলো, সোলার রুফকে সরাসরি একটি বাড়ির ছাদ হিসেবে ব্যবহার করা যায়। যার ফলে যেই বাড়ি তৈরিতে সোলার রুফ ব্যবহার করা হয়েছে, সেই বাড়িটির ছাদ সৌরশক্তিকে শোষণ করে নিবে এবং সেটি থেকে বিদ্যুৎ উৎপন্ন করবে। ফলে উক্ত বাড়ির ছাদ একটি সৌর বিদ্যুৎকেন্দ্র হিসেবে কাজ করবে। এর পাশাপাশি উৎপন্ন বিদ্যুৎ, উক্ত বাড়ির দৈনন্দিন বিদ্যুৎ চাহিদা মেটাতেও সহায়ক ভূমিকা পালন করবে।


সোলার রুফের বৈশিষ্ট্যসমূহ

ইলন মাস্কের প্রতিষ্ঠান "টেসলা" তৈরি করেছে সোলার রুফ নামক এই অত্যাধুনিক যন্ত্রটিকে। টেসলা দাবি করছে যে, উন্নত মানের সোলার টাইলসের ব্যবহার করে তৈরি করা হয়েছে এই সোলার রুফগুলোকে। যার ফলে টেকসই এবং স্থায়িত্বের দিক থেকে বাড়ির ছাদ হিসেবে ব্যবহৃত সাধারণ টালি বা টাইলসের তুলনায় সোলার রুফগুলো অধিক শক্তিশালী। এর পাশাপাশি এই সোলার রুফগুলো অধিক পরিবেশ বান্ধব। কেননা এই সোলার রুফগুলো কার্বন নিঃসরণ ছাড়াই সৌরশক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করে থাকে। 

টেসলা সোলার রুফকে সংযুক্ত করা হয়ে থাকে টেসলার তৈরিকৃত পাওয়ার ওয়ালের সাথে। টেসলা পাওয়ার ওয়াল হলো এক ধরনের ব্যাটারি সিস্টেম যা, সোলার রুফ থেকে প্রাপ্ত  বিদ্যুৎ শক্তিকে সঞ্চয় করে রাখে এবং পরবর্তীতে সেখান থেকে প্রয়োজনীয় স্থানে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। টেসলা আরও দাবি করছে যে, এই সোলার রুফগুলো প্রায় ৭২ ওয়াটের বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। এর পাশাপাশি এই সোলার রুফগুলোর জন্য প্রায় ২৫ বছরের ওয়ারেন্টি প্রদান করছে টেসলা।

আরও পড়ুন : ইউনিট্রি G1 হিউম্যানয়েড রোবট | ভবিষ্যতের কর্মী বাহিনী

টেসলার এই সোলার রুফ এক নতুন প্রযুক্তিগত বিপ্লবের দিক উন্মোচিত করেছে। পরিবেশবান্ধব এই সোলার রুফের ব্যবহারের ফলে একদিকে যেমন পরিবেশে কার্বন নিঃসরণ কমবে, ঠিক তেমনিভাবে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ খরচ কমাতেও এটি সহায়ক ভূমিকা পালন করবে। 

Post a Comment

Previous Post Next Post