ব্রহ্মপুত্র এবং যমুনা নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ,মাদারগঞ্জ,মেলান্দহ,বকশীগঞ্জ এবং ইসলামপুরসহ বেশ কয়েকটি উপজেলায় পানিবন্দী হয়ে পড়ে প্রায় ২ লক্ষাধিক মানুষ। বিগত কয়েকদিন থেকে হয়ে আসা টানা ভারী বর্ষণের ফলে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদঘাট পয়েন্ট এবং সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জঘাট পয়েন্টে বন্যার পানি ক্রমান্বয়ে বিপদসীমার ৯০ সেন্টিমিটার এবং ১২০ সেন্টিমিটার উপর দিয়ে বইতে শুরু করে।
যার ফলে উক্ত উপজেলাগুলোর বিচ্ছিন্ন অঞ্চল পানির নিচে তলিয়ে যেতে শুরু করে। এর পাশাপাশি শুরু হয় উক্ত অঞ্চলের বাসিন্দাদের পানিবন্দি জীবন। ইতোমধ্যে জামালপুর জেলার ৬টি উপজেলার ৩৩ টি ইউনিয়নের প্রায় ৭৫টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রবল বন্যায় বসতবাড়িতে পানি উঠে যাওয়ায় অনেকটাই বিপাকে পড়েছে গবাদি পশু এবং পানিবন্দি পরিবারগুলো।
আরও পড়ুন : ইউনিট্রি G1 হিউম্যানয়েড রোবট | ভবিষ্যতের কর্মী বাহিনী
তবে গত সোমবার (৮ জুলাই) থেকে উক্ত অঞ্চলগুলোর বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি লাভ করেছে। ইতোমধ্যেই সরিষাবাড়ীর জগন্নাথগঞ্জঘাট পয়েন্ট এবং দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদঘাট পয়েন্টে যমুনা নদীর পানি যথাক্রমে প্রায় ২ সেন্টিমিটার এবং ৬ সেন্টিমিটার কমে বিপদসীমার ১১৮ সেন্টিমিটার এবং ৮৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছেন।
Post a Comment