১৯৯৮ সালের নভেম্বর মাসে সর্বপ্রথম মহাকাশে স্থাপিত হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আই এস এস)। ১৯৯৮ সালে স্থাপিত হলেও এতে প্রথমবারের মতো নভোচারীর আগমন ঘটে ২০০০ সালে। এরপর ক্রমান্বয়ে মহাকাশ স্টেশনটিতে আরে নানা অত্যাধুনিক যন্ত্রাংশ সংযুক্তির মাধ্যমে স্টেশনটি তার বর্তমান রূপ ধারণ করে।
বিগত প্রায় আড়াই দশক ধরে মহাকাশচারীরা নিয়মিতভাবে ব্যবহার করে আসছিল এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটিকে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটিকে ব্যবহার করা হয় মূলত মহাকাশে আগত নভোচারীদের আবাসস্থল এবং গবেষণা কেন্দ্র হিসেবে। তবে দীর্ঘদিন ব্যবহারের ফলে এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশগুলো বেশ পুরনো হয়ে যাওয়ায় ইতোমধ্যেই মহাকাশ স্টেশনটিকে পৃথিবীতে নামিয়ে এনে ধ্বংস করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে নাসা।
আরও পড়ুন : স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু হচ্ছে বাংলাদেশে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটিকে নামিয়ে আনতে প্রথমেই উক্ত মহাকাশ স্টেশনটিকে ধাক্কা দিয়ে তার কক্ষপথ থেকে বিচ্যুত করা হবে। স্টেশনটিকে তার কক্ষপথ থেকে বিচ্যুত করার পর সেটিকে মহাজাগতিক বর্জ্য হিসেবে মহাকাশে বিলীন করে দেওয়া হবে না। বরং উক্ত মহাকাশ স্টেশনটিকে পৃথিবীতে ভূপাতিত করা হবে। ধারণ করা হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটিকে পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করার সাথে সাথেই আইএসএসটির অধিকাংশ অংশই পুড়ে যাবে।
আরও পড়ুন : সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি
Post a Comment