নতুন রূপে বাজারে এলো টেসলা মডেল ৩

বর্তমান সময়ের প্রতিনিয়তই বিশ্ববাজারে পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক গাড়ির চাহিদা ক্রমাগত বেড়ে চলছে। আর ইলেকট্রিক গাড়ির বাজারে সবচেয়ে জনপ্রিয় নাম টেসলা। ১ জুলাই ২০০৩ সালে প্রথম টেসলা কোম্পানি তাদের তৈরি অত্যাধুনিক ইলেকট্রনিক গাড়ি নিয়ে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করে। প্রযুক্তি জগতের বিখ্যাত মুখ ইলন মাস্ক ছিলেন এই টেসলা কোম্পানির প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠার পর থেকেই কোম্পানিটি তাদের একের পর এক চমৎকার মডেলের ইলেকট্রিক গাড়ি বিশ্ব বাজারে প্রকাশ করে। যার ফলে খুব অল্প সময়েই সকলের মাঝে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই কোম্পানিটি।


টেসলা মডেল-৩

টেসলা তাদের মডেল-৩ গাড়িটি সর্বপ্রথম বাজারে আনে ২০১৭ সালে। এ ধারাবাহিকতায় বর্তমান সময়ে টেসলা লঞ্চ করেছে তাদের জনপ্রিয় মডেল থ্রি সিরিজের নতুন ফিচার সম্বলিত ইলেকট্রিক গাড়ি।

ডিজাইন

পূর্বের পূর্বের মডেল-৩ গাড়ির তুলনায় নতুন মডেল-৩ গাড়ির ডিজাইনে বেশ কিছু ভিন্নতা দেখা যাচ্ছে। অত্যন্ত আধুনিক এবং দৃষ্টিনন্দন ডিজাইন করা হয়েছে নতুন টেসলা মডেল থ্রি গাড়িটিতে। বিশেষ করে ভিন্নতা লক্ষ্য করা গেছে  গাড়িটির রঙে। ইতোমধ্যেই দুইটি নতুন রঙে প্রকাশিত হয়েছে গাড়িটি। রং দুটির মাঝে একটি হলো স্টিলথ গ্রে আর অপরটি হলো আল্ট্রা রেড। এর পাশাপাশি পরিবর্তন লক্ষ্য করা গেছে গাড়িটির চাকায়। পূর্বের তুলনায় আরো মজবুত এবং আধুনিক ডিজাইনের প্রকাশ লক্ষ্য করা যাচ্ছে চাকায়। গাড়িটিতে যুক্ত করা হয়েছে ১৫.৪ ইঞ্চির একটি টাচস্ক্রিন ডিসপ্লে, যার সাহায্যে সম্পূর্ণ গাড়িটিকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন চালক। গাড়িটির মোট যাত্রী ধারণ ক্ষমতা ৫ জন এবং পূর্বের তুলনায় এর ভেতরের কেবিন আরো প্রশস্ত এবং আরামদায়কও করা হয়েছে।


পারফরম্যান্স এবং মূল্য

নতুন টেসলা মডেল-৩ গাড়িতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার ফলে পূর্বের তুলনায় কয়েকগুণ বেশি পারফরম্যান্স পাওয়া যাচ্ছে গাড়িটি থেকে। গাড়িটি মাত্র ৪.২ সেকেন্ডে ০ থেকে ৬০ মাইল প্রতি ঘন্টা গতি তুলতে পারে। গাড়িটিতে ব্যবহার করা হয়েছে অত্যন্ত শক্তিশালী লিথিয়াম-আয়ন ব্যাটারি যা দীর্ঘ সময় পর্যন্ত চার্জ ব্যাকআপ দিতে পারে। এক চার্জে গাড়িটি প্রায় ৩০৩ থেকে ৪০৫ মাইল পর্যন্ত যাত্রা করতে সক্ষম। এছাড়াও গাড়িটিতে রয়েছে অত্যাধুনিক অটোপাইলট ড্রাইভিং সিস্টেম, যা স্বয়ংক্রিয় ড্রাইভিং, প্রয়োজন অনুযায়ী নিজের গতিপথ বা লেন পরিবর্তন এবং এর পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে পার্কিং করতেও সক্ষম। পূর্বের তুলনায় নতুন মডেলের এই গাড়িটিতে অটোপাইলট ড্রাইভিং সিস্টেমকে করা হয়েছে আরো উন্নত, যা যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করতে সক্ষম। বর্তমান সময়ে গাড়িটি বাজারে বিক্রি হচ্ছে প্রায় ৩৮, ৯৯০ ডলারে।

নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ


বর্তমান সময়ে বাজারে পাওয়া যাওয়া অন্যান্য ইলেকট্রিক গাড়ির তুলনায় নিরাপত্তার দিক থেকে টেসলা অনেকটাই এগিয়ে আছে। উক্ত নিরাপত্তা কেন্দ্রিক নানা পুরস্কার এবং সম্মাননাও পেয়েছে টেসলা। এর পাশাপাশি যেহেতু গাড়িটি সম্পূর্ণরূপে বিদ্যুৎ চালিত তাই এই গাড়ি হতে কোন বিষাক্ত গ্রীন হাউজ গ্যাস নির্গত হয় না। এর পাশাপাশি বিদ্যুৎ একটি নবায়নযোগ্য শক্তি হওয়ায় এবং এই গাড়ির ব্যবহারের মাধ্যমে জ্বালানি তেলের ব্যবহার হ্রাস পাওয়ায় এটি অন্যান্য গাড়ির তুলনায় অধিক পরিবেশ বান্ধব। 


Post a Comment

Previous Post Next Post