ঘূর্ণিঝড় রিমালের প্রচন্ড তান্ডবের শিকার হয়েছে বিস্তীর্ণ সুন্দরবন এলাকা। এতে সুন্দরবনের এক বিরাট অংশ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে এবং একই সাথে ব্যাপক প্রাণহানি ঘটেছে সুন্দরবনে বসবাস করা জীবকুলের। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সুন্দরবনে প্রায় ৩৯ টি হরিণের মৃত্যু ঘটেছে ঘূর্ণিঝড় রেমাল এর তাণ্ডবে।
আরও পড়ুন : স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু হচ্ছে বাংলাদেশে
এর পাশাপাশি আরও মৃত হরিণের সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করছেন বনরক্ষীরা। হরিণের পাশাপাশি সুন্দরবনে বসবাস করা আরো বিভিন্ন জীবজন্তু মারা গেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। ইতোমধ্যে মৃত জীবজন্তুর সন্ধানে সমগ্র সুন্দর বন জুড়ে অভিযান চালাচ্ছেন বন রক্ষীরা। শুধুমাত্র জীবজন্তুই নয় বরং বিপুল পরিমাণ গাছও উপড়ে গেছে এই ঝড়ের প্রভাবে। সব মিলিয়ে এক বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে সুন্দরবন, যে বিষয়ে বনবিভাগ ইতোমধ্যেই সজাগ হয়েছে এবং বেশ তোর জন্যেই শুরু করেছে তাদের কার্যক্রম।
গত ২৭ মে রবিবার প্রায় ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সুন্দরবন উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এতে সুন্দরবনের অভ্যন্তরে অবস্থিত প্রায় ২৫ টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং লবণাক্ত পানি ঢুকে পড়ে প্রায় শতাধিক মিঠা পানির পুকুর নষ্ট হয়ে যায়। সব মিলে এক ভয়াবহতার শিকারহয় সুন্দরবনবাসী।
Post a Comment