ছাত্রী মেসে আপত্তিকর ভিডিও ধারণকে কেন্দ্র করে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত এক ছাত্রী মেসে আপত্তিকর ভিডিও ধারণকরাকে কেন্দ্র করে সকল শিক্ষার্থীদের মাঝে বিক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাসূত্রে জানা যায় যে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত এক ছাত্রী মেসে গোপনে বাথরুমে ভেন্টিলেটর দিয়ে মোবাইল ফোনের সহায়তায় ভিডিও ধারণ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে তুহিন সরকার নামের এক যুবক। জানা গেছে তুহিন সরকার হলো উক্ত মেস মালিকের ছেলে। এমন অবস্থায় উদ্বিগ্ন হয়ে উঠে ছাত্রী মেসের সদস্যরা। আসলে কতদিন ধরে এই ভিডিওগ্রাফি চলে আসছে এ বিষয়ে কোন ধারণা না থাকাতেই এ উদ্বিগ্নতা।

পরবর্তীতে এ ঘটনার বিচারের দাবিতে শিক্ষার্থীরা সকলে মিলে প্রক্টোরিয়াল বডিকে লিখিত অভিযোগ প্রদান করলেও এ বিষয়ে কোন যথাযথ পদক্ষেপ বা  সদুত্তর কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায়নি। আর এতেই ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের মাঝে। এরপর থেকেই আন্দোলনে নামে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায় যে,  এর পূর্বেও এমন ঘটনা ঘটেছে তবে বিশ্ববিদ্যালয় এর বাইরে সংঘটিত ঘটনা ব্যাখ্যা দিয়ে কর্তৃপক্ষ বরাবরই এই বিষয়গুলোকে এরিয়ে গেছে। 

আর তাই বিচারের দাবিতে শিক্ষার্থীরা ভিসি অফিসের সামনে তাদের দাবি আদায়ে আন্দোলন চলমান রেখেছেন। বর্তমানে তারা তাদের ২১ দফা দাবি আদায় এবং প্রোক্টরের পদত্যাগ দাবি করে আন্দোলন করে যাচ্ছেন। 


Post a Comment

Previous Post Next Post