ঘুরে আসুন রৌমারী বিল

প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। আর এই বাংলাদেশেরই আনাচে কানাচে ছড়িয়ে আছে নানান পাহাড়, বন ও বিলের মতো আরো কতশত দর্শনীয় স্থান। এমনই একটি বিলের নাম রৌমারী বিল। জামালপুর শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বিলটি এক অপূর্ব রূপে সজ্জিত হয় প্রতি বর্ষায়। আর তাই প্রতিবছরই দূর-দূরান্ত থেকে বহু ভ্রমন পিপাসু দর্শনার্থীরা ছুটে আসে বর্ষায় অপরূপ রূপে সজ্জিত এই বিলটিকে পরিদর্শন করতে।

সান বাঁধানো পাকা রাস্তার দুই পাশে অথৈ জল, যেন দূরদূরান্ত পর্যন্ত এর কোন শেষ নেই। এরই মাঝে আকাশে ভেসে বেড়াচ্ছে তুলোর মতো শুভ্র সাদা মেঘ, আর প্রকৃতির এই নৈসর্গিক রূপকে স্বচক্ষে একটি বারের জন্য প্রত্যক্ষ করতে প্রতিবছর এই বিলটিতে ভিড় জমায় হাজারো ভ্রমণপিপাসুরা। রৌমারী বিলে আরও রয়েছে নৌকায় চড়ে বিলের সৌন্দর্য প্রত্যক্ষ  করার সুযোগ। 

ভ্রমনপ্রিয় দর্শনার্থীরা খুব অল্প খরচে নৌকায় চড়ে নেমে পড়তে পারেন বিলের জলে, বিশেষ করে বেলা শেষে যখন বিলের জলে সূর্যাস্ত হয় আর সূর্যের লাল আভা ছড়িয়ে পড়ে বিলের স্নিগ্ধ জলে, তখন প্রকৃতির এক নৈসর্গিক রূপ ধারণ করে বিলটি। এমন অবস্থায় নৌকায় চড়ে বিলের সৌন্দর্য প্রত্যক্ষ করার অনুভূতিটাই ভিন্ন।



যেভাবে যাবেন রৌমারী বিলে

রৌমারী বিল জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে অবস্থিত। আর তাই দেশের যে কোন স্থান থেকে রৌমারী বিল ভ্রমনে যেতে হলে আপনাকে প্রথমেই চলে আসতে হবে জামালপুর জেলায়। তারপর জামালপুর জেলা থেকে অটোরিকশা অথবা রিক্সায় করে সরাসরি চলে যেতে পারেন রৌমারী বিলে। রৌমারী বিল জামালপুর শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত। 

তাই মূল শহর থেকে খুব সহজেই আপনি চলে যেতে পারেন রোমারি বিলে। এমন কি পর্যটকদের কথা মাথায় রেখে সন্ধ্যার দিকেও পর্যাপ্ত পরিমাণ যানবাহন পাওয়া যায় এই বিলটির আশেপাশে। আর তাই যাতায়াত নিয়ে বিশেষ কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না পর্যটকদের।

গান্ধী আশ্রম পর্যটনের সুযোগ


রৌমারী বিল থেকে মাত্র ১০ থেকে ১৫ মিনিটের দূরত্ব অবস্থান করছে গান্ধী আশ্রম এবং মুক্তিযুদ্ধ জাদুঘর। আর তাই রৌমারী বিল পর্যটন শেষে খুব সহজেই চলে যেতে পারেন গান্ধী আশ্রমে। মাত্র ২০ টাকা মূল্যের টিকিট ক্রয় করে আপনারা খুব সহজেই প্রত্যক্ষ করে আসতে পারেন মহাত্মা গান্ধী এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত দুর্লভ বস্তু সমূহ।

আর তাই এই বর্ষায় আপনার এবং আপনার পরিবারকে নিয়ে ঘুরে আসতে পারেন রৌমারী বিলে।

Post a Comment

Previous Post Next Post