রবিবার মধ্যরাতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ক্রমশই এগিয়ে আসছে উপকূলের দিকে। এমন অবস্থায় উপকূলবর্তী অঞ্চলগুলোতে সর্তক সংকেত জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের প্রভাবে ক্রমাগতই উত্তাল হয়ে ওঠছে বঙ্গোপসাগর। এমন অবস্থায় বাগেরহাট,খুলনা,পটুয়াখালী, ভোলা সাতক্ষীরা সহ বেশ কিছু জেলা। উক্ত জেলাগুলোতে সর্তকতা বৃদ্ধির জন্য ইতোমধ্যেই কাজ শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

আবহাওয়াবিদগণ ইতোমধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন যে, আগামী রবিবার মধ্যরাতে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'রেমাল'। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে এর নাম হবে রেমাল। রেমাল নামটি ওমানের দেওয়া। যার অর্থ হলো বালি। এমনকি রেমাল নামে আফগানিস্তানে একটি শহর আছে বলেও জানা যায়। 

আরও পড়ুন : ইউনিট্রি G1 হিউম্যানয়েড রোবট | ভবিষ্যতের কর্মী বাহিনী

ঘূর্ণিঝড় রেমালের পূর্বাভাসের বিষয়টিকে মাথায় রেখে ইতোমধ্যেই উপকূলবর্তী অঞ্চল গুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে স্থানীয় প্রশাসন। এর পাশাপাশি ঘূর্ণিঝড়ের প্রভাবে সকল প্রকার জানমালের ক্ষয়ক্ষতি লাঘবসহ অন্যান্য নানা বিষয়কে মাথায় রেখে উপকূলবর্তী অঞ্চলগুলোতে দ্রুতই আশ্রয়কেন্দ্র সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথাও চিন্তা করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। 

ইতোমধ্যেই উপকূলবর্তী অঞ্চলগুলোতে বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যেসকল আশ্রয়কেন্দ্রগুলোকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু হওয়ার পূর্বেই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মূলত বিগত বছরে সংগঠিত ঘূর্ণিঝড় গুলোর প্রভাবে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়। আর উক্ত ক্ষয়ক্ষতির বিষয়গুলোকে মাথায় রেখেই বর্তমান সময়ে প্রশাসন পূর্বের তুলনায় অধিক সচেতন। 

এর পাশাপাশি উপকূলবর্তী অঞ্চলগুলোতে ইতোমধ্যেই নৌ চলাচল এবং মাছ ধরার নৌকাগুলোকে গভীর সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। উপকূলের বাসিন্দারাও এখন পূর্বের তুলনায় অধিক সচেতন। তারাও এখন দুর্যোগের পূর্বাভাস পেয়ে দুর্যোগকালীন এবং দুর্যোগপরবর্তী নানা ব্যবস্থা গ্রহণ করে থাকেন। সর্বোপরি আশা রাখা যায় যে, সকলের সার্বিক সহযোগিতায় ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ পূর্বের তুলনায় অনেকটাই লাঘব করা সম্ভব হবে।

আরও পড়ুন : সোলার রুফ কি ?


Post a Comment

Previous Post Next Post